সোহান আহমেদ:
নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। এসময় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার পাশাপাশি নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ইউনিটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।
সোমবার গভীর রাতে নেত্রকোনা পৌর শহরের পারলা কদমতলী এলাকায় দুটি গ্যারেজে প্রাইভেটকার মাইক্রোবাসসহ কোটি টাকার মালামাল পুড়ে যায়। এমন অগ্নিকাণ্ডের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে উপজেলা নির্বাহি অফিসার, ভূমি সহকারী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, স্থানীয় কাউন্সিলর শেখ হেলাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।