মো. হুমায়ুন কবীর, কেন্দুয়া:
সারাদেশে বিএনপি-জামাতের দেশব্যাপী ৩য় ধাপের অবরোধের ১ম দিনে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে অবরোধ সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার রাতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলাল এর সমর্থকরা পৌরসভার কেন্দুয়া-নেত্রকোনা ড়কের সাউদপাড়া এলাকা থেকে মশাল মিছিল শুরু করে পৌরশহরের দিগদাইর মোড়ে এসে শেষ করেন। মশাল মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন।
এ বিষয়ে নেতাকর্মীরা জানান, মিথ্যা ও গায়েবি মামলার কারণে অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াতে হচ্ছে। তার পরেও মামলা হামলা মাথায় নিয়ে দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলাল এর তত্ত্বাবধানে তারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালন করেছে।যতদিন এই আ.লীগ সরকার বিদায় না হবে ততদিন তারা রাজপথে থাকবেন বলেও জানান।