Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যঅবৈধ যানবাহন চলাচল বন্ধে সেনাবাহিনীর অভিযান

অবৈধ যানবাহন চলাচল বন্ধে সেনাবাহিনীর অভিযান

নেত্রকোনা শহরের জ্যাম নিয়ন্ত্রণে পুলিশের অকার্যকর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যান চলাচল বন্ধে অবশেষে মাঠে নেমেছে সেনাবাহিনী। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টা থেকে পৌর শহরের শহীদ মিনার মোড়ে ট্রাফিক পুলিশকে সাথে নিয়ে দিনব্যাপি অবৈধ যানবাহন চলাচল বন্ধে এই অভিযান শুরু করা হয়।

এতে নেতৃত্ব দেন নেত্রকোনা সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর ই আহমেদ আল শাফী। এ সময় পৌর সড়কে চলাচলকারী মোটরসাইকেল প্রাইভেটকার ও নির্ধারিত অটো ছাড়া অন্যান্য অবৈধ অটোরিক্সা, মোটরসাইকেল, ইজিবাইক আটক করা হয়। পরে নেত্রকোনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার উপস্থিত থেকে প্রথম ধাপে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা প্রয়োগ করেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত জ্যাম নিয়ন্ত্রণে না এলে পৌর শহরে চলাচলকারী সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, নেত্রকোনায় যানজট নিরসনে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। এক দিন পর পর শিফট করে লাল সবুজ অটো চলাচল করার নির্দেশনা থাকলেও তা মানছে না চালকরা।

সেই সাথে মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্র্রাইভিং ও লাইসেন্স বিহীন মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চালকদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে।আগামী দিনে আরো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments