সোহান আহমেদ ঃ
তৃণমূলে জনসংযোগ ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ১ ( কলমাকান্দা দুর্গাপুর ) আসনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশায় প্রার্থীতা ঘোষণা করেছেন কলমান্দার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুজ্জামান খোকন।
তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার দুপুরে রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে এক সংবাদ সম্মেলন শেষে গণসংযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তৃণমূলে সাধারন মানুষের কাছে তুলে ধরছেন। সেইসাথে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন।