Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনার মদন পৌর নির্বাচনে আ'লীগ প্রার্থী সাইফুল ইসলাম বিজয়ী

নেত্রকোনার মদন পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী সাইফুল ইসলাম বিজয়ী

নিজেস্ব প্রতিবেদক…

নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোঃ সাইফুল ইসলাম সাইফকে (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৩১৪১।

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের দেওয়ান মোদাচ্ছের হোসেন শফি।তিনি ভোট পেয়েছেন ১৮৬৯।

রাত ৮ ঘটিকা উপজেলা হল রুমের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, মদন পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।
সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে এ ভোট গ্রহণ হয়।
এই প্রথম মদনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কিন্তু নতুন এই পদ্ধতি গ্রামগঞ্জে নারী ও পুরুষ ভোটারদের কাছে অপরিচিত হওয়ায় ভোটগ্রহণ ধীর গতিতে চলে। ফলে ভোটাররা কেন্দ্রের বাউন্ডারির মধ্যে থাকায় সন্ধ্যা ৬ পর্যন্ত ভোটগ্রহণ চলে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক সাইফুল ইসলাম সাইফ ৩১৪১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন জগ প্রতীকে ১৮৬৯ ভোট পেয়েছেন।


এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাশরিকুর রহমান বাচ্ছু মোবাইল প্রতীক ১৫৯১ ভোট, বিএনপির প্রার্থী মোঃ এনামুল হক ১২২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাফেজ মোঃ আব্দুর রউফ ১০৪৪ ভোট, জাপাপ্রার্থী ক্ষুদিরাম চন্দ্র দাস ১৫৬ পেয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments