শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যআজ বসন্তকালীন সাহিত্য উৎসব

আজ বসন্তকালীন সাহিত্য উৎসব

মীর্জা হৃদয় সাগর

ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্তকে বরণ করতে প্রতি বছরের ন্যায় এবারও ১ ফাল্গুনে নেত্রকোনায় সাহিত্য সমাজ আয়োজন করেছে ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান।

জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা
উত্তোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর শহিদদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে সকাল নয়টায় জেলা শহরের মোক্তারপাড়া বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে শুরু হবে বসন্তকালীন সাহিত্য উৎসব। উৎসবের উদ্ধোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মাসুম।

সকাল ৯.৩০ মিনিটে উদীচী শিল্পী গোষ্ঠীসহ নেত্রকোনার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় বসন্তবরণ শুরু হবে। সকাল দশটায় আনন্দ শোভাযাত্রা শুরু করে একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।

পরবর্তীতে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শিশুদের মুক্ত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর, আবৃত্তি, আলোচনা অনুষ্ঠান, পুরস্কৃত প্রিয়জনদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুক্ত চিন্তার বিকাশ ও সাহিত্য চর্চায় নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ করণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪৩১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি হাসান হাফিজকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪৩১ প্রদান করা হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments