নুরুল আলম কামাল মন্ডল, আটপাড়া:
নেত্রকোনার আটপাড়ায় অজ্ঞাত (৫৫) বছর বয়সের বিবস্ত্র এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সুখারি ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পিছনে মগড়া নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখারি ইউনিয়নের নীলকন্ঠ তৌহিদ মিয়ার বাড়ির পিছনে মগরা নদী ভাঙ্গনে বাঁশ ঝার পড়ে যায়। ভাঙ্গন কবলিত ওই বাঁশঝার বুধবার সন্ধ্যায় দেখতে গিয়ে বিবস্ত্র অবস্থায় এক বৃদ্ধের লাশ আটকে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরে পুলিশে খবর দিলে সন্ধ্যায় এসে পুলিশ লাশ উদ্ধার করে।লাশের সুরতহালের রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহ নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আটপাড়া থানার এস আই মো. সাইদুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় মগড়া নদীতে উজান থেকে স্রোতে ভেসে আসা অজ্ঞাত এক বৃদ্ধের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।