ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা)
নেত্রকোনার আটপাড়া উপজেলা আইন শৃঙ্খলা
কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন
উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক তুহিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সদস্য রফিক তালুকদার, সাংবাদিক ফয়সাল চৌধুরী প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা প্রেসক্লাবের
আহবায়ক মো. হুমায়ূন কবীর বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। বিশেষ করে আইন শৃঙ্খলার আরো উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আলোচানা করেন।