নেত্রকোনায় করোনাকালীন সময়ে সরকারি বরাদ্দকৃত চাত আত্মসাৎ মামলার অভিযুক্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে আটপাড়া থানা পুলিশ।
আজ সোমবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছে। তিনি আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামের মফিল উদ্দিনের ছেলে। এর আগে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে পুলিশ তাকে আটক করে।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল সত্যতা নিশ্চিত করে জানান, গত বছর করোনাকালীন সময়ে জামাল উদ্দিনের বাড়িতে দুইবস্তা সরকারি বরাদ্দকৃত চাল পাওয়া যায়। পরে ভূমি সহকারীর নেতৃত্বে চাল জব্দ করে সরকারি আইনে মামলা দেয়া হয়। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।
তিনি আরো জানান, আটপাড়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া আটপাড়া থানার মামলা নং-০৪(১০)২০, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)ও জিআর নং-১৬৭/২১ এর ওয়ারেন্ট পয়োয়ানা ভুক্ত আসামী।