সোহান আহমেদ:
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা পৌরসভা, মহিলা অধিদপ্তর, মহিলা পরিষদ, ব্র্যাক ও নারী প্রগতি সংঘের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল ১১ টায় পৌর ভবন থেকে প্যানেল মেয়র এসএম মহসিন আলম এর নেতৃত্বে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এতে পৌরসভার সকল কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে ব্র্যাক একটি পথ নাটক করে। পরে সেখান থেকে সম্মিলিত শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমিপি হাবিবা রহমান খান শেফালি।
এছাড়াও বক্তব্য রাখেন, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ লৌহ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি, কামরুন্নাহার লাকি, হোসনে আরা বেগম সহ অনেকেই।