নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরী বকুল তলা চত্বরে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্মৃতি চারণ করতে গিয়ে অঝোরে কাঁদেন। তিনি বলেন, কামরুজ্জামান চৌধুরী ছিলেন আয়োজক, তিনি আমার পরিবার সহ প্রতিটি পরিবারের সাথে এমন ভাবে মিশেছেন যেটা পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে।
নাগরিক এই স্মরণানুষ্ঠানে সাহিত্য সমাজের ভারপ্রাপ্ত সভাপতি মতিন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা আশরাফ হোসেন নিপু, মুক্তিযোদ্ধা আবু আক্কাস, হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল সহ অন্যরা।
এর আগে আয়োজক কমিটির সদস্য সচিব এটি এম এ রাজ্জাক শোক প্রস্তাব পাঠ করেন।