Thursday, December 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাআমি কপালে টিপ পরতে খুব ভালোবাসি- অপু উকিল

আমি কপালে টিপ পরতে খুব ভালোবাসি- অপু উকিল

হুমায়ুন কবির, কেন্দুয়া:
টিপের সঙ্গে এই উপমহাদেশের অনেক প্রাচীন সম্পর্ক রয়েছে। আমি কপালে টিপ পরতে খুব ভালোবাসি।শুধু ভালোবাসাই নয়, আমি বিশ্বাস করি, টিপের সঙ্গে আমার সংস্কৃতি এবং আস্থা জড়িয়ে রয়েছে। কথা গুলি অধ্যাপক অপু উকিল তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন।

সাম্প্রতিক কপালো টিপ পরায় এক কলেজ শিক্ষিকাকে হেনস্তা করেন এক পুলিশ সদস্য। এ নিয়ে দেশ জুড়ে চলছে সোশ্যাল মাধ্যমে প্রতিবাদ।

এর মধ্যে বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল তার ফেসবুক আইডি থেকে তিনি নিজের কপালে টিপ পরে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

যদি ও তিনি আগে থেকেই কপালে টিপ পরে থাকেন কিন্তু কোন সময় অধ্যাপক অপু উকিল টিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন লিখা পোস্ট করেনি। এই প্রথম অপু উকিল কপালে টিপ পরা একটি ছবি পোস্ট করে টিপ পড়া নিয়ে উপরোক্ত কথা গুলি লিখেছেন।

উল্লেখ্যঃ টিপ পরা নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে শনাক্ত করার পর সোমবার (৪ এপ্রিল) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments