মির্জা হৃদয় সাগর
নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পেয়েছে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ। বাংলাদেশ ফলিতপুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার আয়োজনে এক দিনের খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা সদর উপজেলার কান্দলীয়া আশ্রয়ণ প্রকল্পে। এতে প্রকল্পের পরিবারের সদস্যদের (মোট ৩০ জন ) অন্তর্ভুক্ত করা হয়। শুধুমাত্র তাদের জীবন মান উন্নয়নে পুষ্টি নিয়ে এই কর্মশালার আয়োজন করে বারটান।
বারটান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোসা. আলতাফ-উন- নাহার এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বাংলাদেশের জনগণের পুষ্টি স্তর উন্নয়নে কাজ করছে বারটান ।
এই প্রশিক্ষণ এর মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের সাধারণ মানুষদের পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদানের পাশাপাশি তাদের পুষ্টি প্লেট প্রদান করা হয়।