আজ বৃহস্পতিবারবিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সম্পাদক লিটন পন্ডিতসহ জেলার প্রতিটি উপজেলার প্রশাসন পুঁজা কমিটির নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।