বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম মারা গেছেন (ইন্নালিল্লনিল্লাহে ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে তিনি ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪।
নেত্রকোনা (সদর বারহাট্টা) সংসদীয় আসনের স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু গভীর শোক প্রকাশ করেন।
তিনি জানান, একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন আয়েশা খানম আজীবন নারী অধিকার রক্ষায় বিশেষ অবদান রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
১৯৪৭ সালের ১৮ অক্টোবর জেলার সদর উপজেলার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন আয়শা খানম।
হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের ছাত্র আন্দোলন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা খানম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।
তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। পরবর্তীতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে যুক্ত রাখেন জীবনের শেষ পর্যন্ত।