Sunday, December 8, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ নাজমুল হক।

সোমবার বিকালে রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের কলসহাঁটি, কুতুবপুর, ফতেপুর, সইলাটি, কৈলাটি, রাজনগর, হরিপুর,আমতলা রোয়াইলবাড়ি গ্রাম সহ কয়েকটি গ্রামে দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল ও অর্থশত অটোরিকশা নিয়ে এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন।

শোভাযাত্রার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মত বিনিময় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

নৌকার মনোনয়ন প্রত্যাশী শেখ নাজমুল হক বলেন, প্রতিদিন তিনি দলীয় লোকজন ও কর্মীসমর্থকদের সাথে নিয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং মতবিনিময় ও উঠোন বৈঠক করেছেন।

তিনি আরো বলেন,দলীয় হাইকমান্ড যদি আমাকে নৌকার মনোনয়ন দেন তাহলে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

স্থানীয় লোকজন জানান, শেখ নাজমুল হকের এলাকার লোকজনদের সাথে তার ভালো গ্রহন যোগ্যতা রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments