টঙ্গী ইজতেমা ময়দানে নিরীহ মুসুল্লীদের ওপর উগ্রবাদী সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ জন তাবলীগী সাথীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারী এবং নির্দেশদাতাদের দ্রæত গ্রেফতার ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। নেত্রকোনা খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে সকালে শহরের মোক্তারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন মসজিদের মুসুল্লিরা অংশ নিয়েছেন। পরে সেখান থেকে বিক্ষোভকারীরা মিছিল করে প্রধান সড়ক দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নিহদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বরাবর ১৫ সদস্যের একটি দল স্মারকলিপি প্রদান করে।
এর আগে বিক্ষোভ সমাবেশে জেলা খেলাফত আন্দোলনের আহবায়ক মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কে›ন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম, মুফতি আব্দুল আওয়াল, কারী আব্দুল কুদ্দুস, হাফেজ সারওয়ার আলম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আব্দুর রহমান জামী, মাওলানা সালমান, মাওলানা হযরত আলী, মুফতি আব্দুল্লাহ্, মাওলানা সোলাইমান হাকিম নুরী, ছাত্রনেতা বীন ইয়ামিন ও রফিকুল ইসলাম প্রমুখ।