ইটভাটা বন্ধের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভাটা মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে মানববন্ধন করে। মানব্বন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোনা জেলা শাখার সহ সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ টিটু মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।
এ সময় বক্তরা জানান, দীর্ঘদিন ধরে স্থাপনকৃত ইটভাটাগুলো বন্ধ করণের সিদ্ধান্তে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন মালিকরা।
সেইসাথে সরকারি বিভিন্ন উন্নয়ন কাজসহ ব্যক্তিগত ভবন নির্মাণে ইটের ব্যবহার হুমকিতে পড়ছে।
এমতাবস্থায় ইটভাটা বন্ধের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানানো হয়।
কারণ ইট ভাটায় শত শত শ্রমিকের জীবিকা নির্বাহের মাধ্যম।
তাই ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে, ঝিকঝাক ইট ভাটায় পরিদর্শনের নামে প্রতিনিয়ত হয়রানি, মোবাইল কোর্টের নামে জরিমানা, ভোল্ডুজার মেশিন দিয়ে প্রস্তুতকৃত ইট ভাংচুর ও পানি দিয়ে চুলা বন্ধ করে দেয়ার প্রতিবাদ জানান।
পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।