শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
25.8 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যইন্টারনেট শাটডাউন পরিস্থিতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ইন্টারনেট শাটডাউন পরিস্থিতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শিমুল মিলকী
নেত্রকোনায় জেলার সাংবাদিকদের অংশগ্রহণে ‘ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ: সার্বিক পরিস্থিতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ৩০জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ‘ভয়েস’ এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। এসময় তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির বর্তমান আধুনিক যুগে ইন্টারনেট মানুষের জীবনযাপনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ সারাবিশ্বে ব্যবসা-বাণিজ্য সহ শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও দৈনন্দিন কর্মকাণ্ডের ক্ষেত্রে ইন্টারনেট অত্যন্ত জনপ্রিয় ও অপরিহার্য মাধ্যম। ইন্টারনেটে মানুষের প্রবেশাধিকার যদি সাময়িক সময়ের জন্য হলেও বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও মতপ্রকাশের অধিকারসহ প্রায় সব বিষয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

বর্তমান যুগে ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি ইন্টারনেট শাটডাউনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশের সরকার নানা ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় ইন্টারনেট বন্ধ করে থাকে। সরকার বা একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষায়ও ইন্টারনেট বন্ধ করার মতো হাতিয়ার ব্যবহার করা হয়। নির্বাচনের সময় বা আগে, প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ সামাল দিতে এবং বিকল্প মতামত প্রকাশ ও প্রচার ঠেকাতে এ ধরনের উদ্যোগ নিতে দেখা যায়, যা গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থি।”

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, ইন্টারনেট বিশেষজ্ঞ আশরাফুল হক। তিনি ‘ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ: সার্বিক পরিস্থিতি’ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনের মধ্যদিয়ে বিভিন্ন তথ্য সহ ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ: সার্বিক পরিস্থিতি বিষয়ের উপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments