গত সোমবার ঢাকায় ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন গণমাধ্যমের গাড়িসহ অফিসে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে জেলায় কর্মরত সকল সাংবাদিকগন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশে যখনই সরকার পরিবর্তন হয় তখনই দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের উপর হামলা হয়। সংবাদমাধ্যমে যারা কাজ করেন এবং যারা মালিকপক্ষ রয়েছেন তারা সবসময়ই এই রোষানলে পড়েন। আহত নিহত হন সংবাদকর্মীরা। কাজেই গণমাধ্যম এবং সাংবাদিক কখনই কারো পক্ষের বা বিপক্ষের লোক না। একটি চক্রান্তের মাধ্যমে গণমানুষের কন্ঠকে রোধ করতে এই হামলা হয়েছে। নেত্রকোনার সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও বর্তমান অন্তর্বতীকালীন সরকারের নিকট এর বিচার দাবী করেন।
বক্তব্য রাখেন, লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সদস্যসচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, খলিলুর রহমান শেখ ইকবাল, আনোয়ার হোসেন চৌধুরী, আলপনা বেগম, ভজন দাস, শিমুল মিলকী, কামাল হোসাইন, সোহান আহমেদ, হানিফ উল্লাহ আকাশ, মীর্জা হৃদয় সাগর প্রমুখ।