ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে নিয়ে মুম্বাই কটুক্তি করায় নেত্রকোনায় বিক্ষোভ করেছে খেলাফত আন্দোলনের ছাত্ররা। আজ শুক্রবার বাদ জুম্মা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ইসলামি খেলাফত আন্দোলনের নেতারা। তারা বলেন, ভারতের কাছে এমন কটুক্তির জবাব চাইতে হবে এই সরকারকে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। ভারত এই দেশের সকল সুযোগ সুবিধা নিয়ে তাদের এখানে মুসলিমদের ওপর জুলুম অত্যাচার করে। আর এখানে মুসলমানেরা তাদের মুর্তি পাহাড়া দেয়। এরপরও তারা মুসলিম বিদ্বেষি এতটাই যে ইসলামকে এবং আমাদের নবীকে নিয়ে কটুক্তি করেছে। খেলাফত আন্দোলনের নেতা গাজী আব্দুর রহিমের নেতৃত্বে বিক্ষোভে খেলাফত আন্দোলনের ছাত্ররা ছাড়াও অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।