উঁচু থেকে নিচু সহ সকল জায়গার খবর রাখে যে পাখি তার প্রতি মুগ্ধ হয়েই নির্বাচনের প্রতীক নিলেন স্বতন্ত্র প্রার্থী যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
নেত্রকোনা ২ ( সদর -বারহাট্টা) আসনে নৌকার দলীয় মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক এবং বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে দশম জাতীয় সংসদ নির্বাচনের এমপি যুব ও ক্রীড়া সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।
তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পর ১৯ তারিখ ঢাকায় থাকায় ২০ তারিখ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন।