সোহান আহমেদ:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও নিন্ম আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পৌরসভাগুলোর সার্বিক সহযোগিতায় বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সোমবার সকাল ৯ টায় নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া মাঠ সংলগ্ন পুরাতন শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম খান।
এছাড়াও সদর উপজেলা ভূমি সহকারী আকলিমা আক্তার, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগমসহ আরো অনেকেই।
উদ্বোধনী শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, সোমবার থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত। জেলার ১০ উপজেলা ও ৫ টি পৌরসভায় ভর্তুকি মূল্যে এক লাখ ৭০ হাজারেরও বেশি পরিবারের মাঝে ডাল, তেল, ও চিনি বিক্রয় করা হবে।
সুশৃংখল পরিবেশে বিতরণ কার্যক্রম পরিচালনায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সপ্তাহ জুড়ে নেত্রকোনা পৌর শহরের নয়টি ওয়ার্ডে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।