দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনার ৫ টি সংসদীয় আসনের নির্বাচনের ভোটের সকল সরঞ্জাম যাচ্ছে উপজেলাগুলোতে। জেলার ১০ উপজেলার মোট ৬৭৩ টি কেন্দ্রের জন্য জেলা নির্বাচন অফিস ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে পুলিশ পাহাড়ায় পাঠানো হচ্ছে সকল সরঞ্জাম।
জেলার দুর্গম উপজেলাগুলোর প্রাধ্যান্য দিয়ে এসকল সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যাচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের তত্বাবধানে।
পরে সহকারী রিটানিং কর্মকর্তাদের অনুমতিক্রমে উপজেলাগুলোতে পৌঁছার পর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে এসকল সরঞ্জাম।
৫ টি সংসদদীয় আসনের নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা), নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা), নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া), নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) ও নেত্রকোনা ৫ (পুর্বধলা) অসনের মোট ১০ উপজেলার ৬৭৯ টি কেন্দ্রেরে ৪১৯৯ টি ভোটকক্ষে যাবে এসকল সরঞ্জাম।
১০ উপজেলায় এবার মোট ১৮,৯৭,৮৬০ জন ভোটার রয়েছেন। তারমধ্যে নারী ৯,৩৬, ৪৮৫ জন ও পুরুষ ৯,৬১,৩৩৮ জন। হিজড়া রয়েছেন ৩৭ জন।
নেত্রকোনার ৫ টি পৌরসভাসহ ৮৬ টি ইউনিয়নের স্থায়ী ৩৯৮০ ও অস্থায়ী ২১৯ টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।