হুমায়ুন কবির কেন্দুয়া:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মাহাবুব আলম (বাবুল)।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় ‘বাবুল’ বলেন, কান্দিউড়া ইউনিয়ন’কে তিনি একটি ডিজিটাল ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তাই তিনি ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এছাড়াও তিনি বলেন, কান্দিউড়া ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগিতায় এবং ভোটের মাধ্যমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই তিনি ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।
আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝি দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইউনুস রহমান রনী, কান্দিউড়া ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার, ইউপি সচিব সুব্রত ভট্রাচার্য এবং নর্বনির্বাচিত ইউপি সদস্য বৃন্দ প্রমুখ।
উল্লেখ্য : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ১০নং কান্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন মাহাবুব আলম বাবুল।