রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
27.1 C
Netrakona
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
মূলপাতাঅন্যান্যএক বর্ণাঢ্য রাজনৈতিক নক্ষত্রের জীবনাবসান

এক বর্ণাঢ্য রাজনৈতিক নক্ষত্রের জীবনাবসান

সুহাদা মেহজাবিন :

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক আলহাজ্ব ইউনুস আলী মন্ডলের মৃত্যুতে বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অবসান হয়েছে। পূর্বধলার রাজনৈতিক অঙ্গনে এ মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। মুক্তিযুদ্ধ এবং তৃণমূল রাজনীতিতে অসামান্য ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

রবিবার (২১ জানুয়ারি) নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ৮.৪৫ মিনিটে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে এবং পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পূর্বধলার সকল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে উনার মৃত্যুতে ১৬১, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য জননেতা আহমদ হোসেন, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান শোক প্রকাশ করেছেন। তারা বলছেন, এই মৃত্যু দেশপ্রেমিক রাজনীতিবিদের শূন্যতা। এটি পূরণ হবার নয়।

আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২.৩০ মিনিটে বাড়হা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মরহুম বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মন্ডলের ছেলে জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু তার পিতার মৃত্যুতে রূহের শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments