সোহান আহমেদ:
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানীর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আম গাইল গ্রামে স্বামীর বাড়িতে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও যশোরের পুলিশ সুপার প্রলয় জোরদারের সহধর্মিনী। মৃত্যুকালে বিপ্লবী রানী স্বামী ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও বিপ্লবী রানীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ, গোয়েন্দা নিরাপত্তা সংস্থা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
৬ অক্টোবর রাত ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৪ তম বিসিএস বিপ্লবী রানী দীর্ঘ দিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন।