নেত্রকোনা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় জেলা প্রসাশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মোক্তারপাড়া মুক্তমঞ্চে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন পৌরসভা জেলা আওয়ামী লীগ-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান খান শেফালী।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল আমিন সহ আরো অনেকেই।
আলোচনা অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।