ভাষা আন্দোলনে শহিদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নেত্রকোনায় নির্ভিঘেœ পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রæয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় নিরাপত্তা নিয়েই আলোচনা হয়।
এতে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন চোরাগোপ্তা কর্মসূচির মাধ্যমে দিবস পালনে কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে তা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন সুপারিশ ওঠে আসে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এডিসি রাফিকুজ্জামানের সঞ্চালনায় জেলা পুলিশের মুখপাত্র এএসপি (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান সার্বিক নিরাপত্তা নিয়ে এবং বর্তমান বিভিন্ন দলের নেতাদের তদবির সহ সাবেক ক্ষমতাচ্যুত নেতাদেরকে পৃষ্টপোষকতা না করলে পরিবেশ অত্যন্ত সুন্দর থাকবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত, এবি পার্টি, আলেম ওলামা, খেলাফত মজলিস, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, নাগরিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সভার শুরুতে সকল আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।