দেশে প্রতিদিন করোনার সংক্রমণ বাড়তে থাকায় সচেতনতার জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সে লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে নেত্রকোনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ রেডক্রিসেন্ট সোসাইটি সচেতনতায় মাস্ক বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকালে শহরের মোক্তারপাড়া ও ছোটবাজারসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও সাধারণকে সচেতন করেছেন জন মানুষের নেতা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। তিনি সড়কে চলাচলরত সাধারণ মানুষকে সচেতন হতে পরামর্শ দেন।
পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদেরকে আটকে মাস্ক পড়িয়ে পথ ছাড়েন। এসময় সাথে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, রেডক্রিসেন্ট সোসাইটির নেতা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।