সোহান আহমেমদ কাকন, নেত্রকোনা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নেত্রকোনায় জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।
রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পৌরসভা মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর এস এম মহসিন আলম সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা গেল সপ্তাহ ধরে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপারসহ অন্যান্যরা।