Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যকর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ফয়সাল চৌধুরী আটপাড়া

নেত্রকোনার আটপাড়ায় কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ত্রি -বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর)
সকাল থেকে বিকাল পর্যন্ত আটপাড়ার
ভোটাররা ভোট প্রদান করেন।

সকাল ১১ টা থেকে
বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণের পর গণনা শেষে রিটানিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মমিন আলী মিয়া নির্বাচনের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে – চেয়ার মার্কা নিয়ে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লোকমান হেকিম তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্ধী নাজমুল হক পেয়েছেন ২৩৩ ভোট।

সহ-সভাপতি পদে একদিল মিয়া বই
মার্কা নিয়ে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন
দোয়াত কলম মার্কা নিয়ে ২৬০ টি ভোট পেয়ে নির্বাচিত
হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন
ওবায়দুল হাসান, মোফাজ্জল হোসেন,
সেবা আক্তার শিল্পী ।

নির্বাচন পরিদর্শন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান,
সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা,
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সদস্য রফিক তালুকদার,
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ শহিদুল্লাহ, আল মামুনসহ অন্যরা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments