প্রান্ত সাহা বিভা, কলমাকান্দা:
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও কলমাকান্দার সহকারি কমিশনার ভ‚মি মো. শহীদুল ইসলাম এ অর্থদন্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, কলমাকান্দা থানার ওসি আবুল কালাম। দন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, লরিচালক সাইফুল ইসলাম ও মো. শামীম মিয়া।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম বলেন, মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবেও বলে তিনি জানান।