প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধ করাতকলে অভিযান চালিয়ে চারটি করাতকলের মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম। এ সময় দুর্গাপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী ও উপপরিদর্শক সুব্রত চক্রবর্তীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে লেংগুরা এলাকায় করাতকলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি করাতকলের লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় শামসুল হক, স্বপন মিয়া, মো. জুয়েল মিয়াকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর ফরিদ মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা কারা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শহিদুল ইসলাম বলেন, করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী লাইসেন্স না নিয়ে করাতকল পরিচালনা করায় চার মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এমন অভিযান চলবে।