বিভাস সাহা প্রান্ত, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আড়াই বছর বয়সী জুনাইদ মিয়া নামের এক শিশুকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার সকালে নিহতের বাবা আব্দুল মালেক বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরআগে রোববার উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনাইদ মিয়া ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ এ মামলায় মো. হাতেম আলী (৪৮) নামের এক জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. আব্দুল মালেক ও প্রতিবেশী মো. হাতেম আলীর মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। রোববার বিকেলে নিহত শিশু জুনাইদ তার মা মোমেনা আক্তারের কোলে ঘুমাচ্ছিল। এসময় ৬/৭ জন মিলে বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে করে মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন।
এসময় কোলে থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের লাশ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাতেম আলী নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।