প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা:
নেত্রকোনার কলমাকান্দায় একটি ডোবার পানিতে ভাসছিল দুই বছর বয়সী সৃজন সরকার নামের এক শিশুর নিথর দেহ। শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নোঁয়াগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৃজন ওই এলাকার সুজন সরকার ও স্মৃতি সরকারের দম্পতির ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে নিহত সৃজন সরকারের মা স্মৃতি সরকার ঘরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সৃজন। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে ডোবার পানিতে সৃজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সৃজন সরকারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।