কলমাকান্দা উপজেলার সীমান্ত লেংগুড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় ২১ টি দোকান পূড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এনামুল হকের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা কলমাকান্দা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাজারের দোকান গুলো একসাথে লাগোয়া থাকায় ২১ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় কলমাকান্দা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মামুন। ক্ষয়ক্ষতির নিরুপন চলছে বলেও জানান তিনি।