আব্দুর রশিদ, কলমাকান্দা :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। মৃত ওই হোটেল কর্মচারীর নাম বকুল সরকার (৩৫)।
তিনি উপজেলা সদরের নোয়াগাঁও গ্রামের মৃত ভুবেন্দ্র সরকারের ছেলে।
শুক্রবার সকালে উপজেলা সদরের পূর্ব বাজার সরকারি খাদ্য গুদামের সামনের সড়কে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাবুল সরকার প্রতিদিনের মতই আজ সকাল ৭টার দিকে হোটেলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
শহরের খাদ্য গুদামের সামনের সড়কে এলে বিপরীত দিক থেকে আসা (ঢাকা- পাঁচগাও গামী) বাস বাবুলকে খাদ্য গুদামের সীমানা প্রাচীরের সাথে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।