প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাহাবুর আলম (১৭) নামের আহত এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। নিহত সাহাবুর আলম উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামের মো. আসন আলীর ছেলে। সাহাবুর এ বছর আনন্দপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হাঁড়িগাতী মসজিদ মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহাবুব আলম আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, আইনীপ্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিটক হস্তান্তর করা হয়েছে।