প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা
নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাছুড়া নামক এলাকায় সিএনজি’র ধাক্কায় তারা বানু (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা বানু কলমাকান্দা সদর ইউনিয়ন পাচুড়া গ্রামের মৃত সুলেসান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গুতুরা বাজার থেকে একটি সিএনজি কলমাকান্দায় আসছিল। পথে পাছুড়া নামক এলাকায় বৃদ্ধা তারা বানু সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রæতগামী একটি সিএনজিটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, গুরুতর আহত অবস্থায় তারা বানুকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু করার কিছুসময়ের মধ্যেই তিনি মারা যান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তারা বানুর লাশ তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।