নেত্রকোনার কলমাকান্দায় কৃষি জমিতে সেচের জন্য মর্টারে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে জমির মালিক সাবেক সেনাসদস্যসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃুত্যু হয়েছে। আহত আরও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম ফকির (৫২) ও শ্রমিক সুমন মিয়া (২৫) একই গ্রামের ফজলু মিয়ার ছেলে।
মঙ্গলবার সকালে ধীতপুর গ্রামে নিজ জমিতে সেচ দিয়ে গিয়ে শ্রমিকসহ এই দুঘটনার শিকার হন। এসময় তাদেরকে বাঁচাতে গিয়ে জাইদুল ইসলাম (৩২) নামের অপর শ্রমিক আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রমিক সুমনের বাবা ফজলু মিয়া বলেন, বছর কামলা হিসেবে রফিকুল ইসলাম ফকিরের বাড়িতে কাজে যোগদানের প্রথম দিন ছিলো সুমনের। সকালে মালিক যখন মর্টারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আটকে যায় সে এগিয়ে গিয়ে নিজেও আটকে পড়ে এইভাবে মারা যায়।
রফিকুলের চাচাতো ভাই সুলতান ফকির জানান, আমার ভাই রফিকুল প্রথমে নিজেই জমিতে সেচের জন্য মর্টারে তারের সংযোগ দিতে যায়। এসময় আটকে গেলে পরপর দুজন শ্রমিক সুমন ও জাইদুল গিয়ে তারাও আহত হয়। পরে তাদের সবাইকে উদ্ধার করে কলমাকান্দা ও পরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে আনলে দুজনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। জাইদুল কথা বলাতে পারায় তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। রফিকুল সেনা সদস্য হওয়ায় মুত্যুর সার্টিফিকেট নেয়া হচ্ছে।
নেত্রকোনা মডেল থানার এস আই শাহজাহান খান বলেন, আমাদেরকে ওয়ালেসে জানানোর পর আমরা হাসপাতালে এসে দুজনকে মৃত অবস্থায় পাই। তাদের সুরুতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।