হৃদয় আহমেদ, কলমাকান্দা:
নেত্রকোনার কলমাকান্দায় ১৮ বোতল ভারতীয় মদসহ মো. আয়তুল ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এরআগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বাজারের রনি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আয়তুল ইসলাম জেলার পূর্বধলা উপজেলার পাবই গ্রামের মো. নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে মদ নিয়ে যাচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়। পরে থানার ওসি আবুল কালাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই সায়েদুল ইসলাম ও ফোর্সসহ পুলিশের একটি টিম অভিযানের প্রস্তুতি নেয়। এসময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বাজারের রনি বাস কাউন্টারের সামনে থেকে তাকে তল্লাশি করে ১৮ বোতল মদসহ তাকে আটক করা হয়।
কলমাকান্দা থানার (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, এ ঘটনায় আটক আয়তুল ইসলামকে মঙ্গলবার দুপুরে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।