প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দায় জব্দকৃত ৩৩ হাজার ঘনফুট বালু ৫ লাখ ৯৯ হাজার টাকায় নিলাম ডাকে বিক্রি করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছপ্রা বাজারে এই ডাক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা ও রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
এসময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ করেন। পরে জব্দকৃত বালু বুধবার বিকেলে নিলাম ডাকের মাধ্যমে মো. মমতাজ উদ্দিন নামের এক ব্যক্তির নিটক ৫ লাখ ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।