প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সাতটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অপরিচ্ছন্নতা ও লাইসেন্স নবায়ন না করার দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনার ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারি পরিচালক মো. আব্দুর রশিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাবুল বিশ্বাস ৩০ হাজার, সুমন কুমার ঘোষ ১৫ হাজার, স্বপন দেবনাথ ১৫ হাজার, বোরহান উদ্দিন ১০হাজার, সাইফুল্লাহ ১০হাজার, সাগর সরকার ১০ হাজার ও গোলাম সারোয়ারের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন ওই আদালত