নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার প্রত্যন্ত গ্রামে নিজ বাড়ির পিছনের জঙ্গলে আমগাছে ঝুলছিল আলামিন নামের ইটভাটার এক শ্রমিক।
আজ শনিবার সকালে খবর পেয়ে পুলিশ রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের জঙ্গলের একটি আমগাছ থেকে লাশ উদ্ধার করে।
শ্রমিক আলামিন মিয়া (২০) চৈতা গ্রামের রুহুল আমীনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, আলামিন ইটভাটা থেকে গত বৃহস্পতিবার বাড়ি এসে সন্ধ্যায় গোয়ালে গরু বেঁধে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। ওইদিন রাতে বাড়ি আসতে দেরি দেখে পরিবারের লোকজন তাকে খোঁজতে বাড়ি থেকে বের হন। শুক্রবার দিনভর খুঁজে না পেয়ে শনিবার সকালে বাড়ির উত্তর পাশের জঙ্গলে আম গাছের ডালে গলায় প্লাস্টিকের দড়ি প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।
পরে থানায় খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, আলামিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।