জেলার বিভিন্ন স্থান দিয়ে মাদক পাচারকালে দুজনকে কলমাকান্দা সড়ক থেকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার দুপুরে তাদেরকে আটক করে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা সেনাবাহিনীর পাঠানো বার্তায় এক বিজ্ঞপ্তিতে মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেত্রকোনা-ঠাকুরাকোনা-কলমাকান্দা মহাসড়কের বাহাদুরকান্দায় চেকপোস্টে মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে তল্লাশি করে ফেনসিডিল গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা যুবকরা, পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কালাঘর গ্রামের মোঃ শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।
এসময় আটককৃত দুজনের কাছে থাকা ৪৩ বোতল ফেনসিডিল এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক এবং আটকৃত আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।