নেত্রকোনার কলমাকান্দা সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে রাজিব সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার। রাজিব উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ সরকারের ছেলে।
শুক্রবার সকালে নেত্রকোনা-সুনামগঞ্জের সীমান্ত বাউসারী ও কামাউরা এলাকার পড়ে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসময় মরদেহটির কোমড়ের অংশ খুবলে পড়া এবং মাথার অবস্থাও একই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের কাজে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের এই এলাকা দিয়ে মাদকসহ সকল কিছু চোরাচালান হয়ে থাকে।
এখানে বাঁধা দিলে অথবা ব্যবসায়ী হলে দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনা প্রায়ই শোনা যায়। এর আগেও একই এলাকায় একটি পুকুর থেকে সম্প্রতি আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ।
মরদেহ উদ্ধারের ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানাান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। কাজ করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ কাজ করছে প্রকৃত রহস্য বের করতে।