মো: হুমায়ুন কবির, কেন্দুয়া
নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অবৈধ একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে আদালত।
সোমবার (২২ জানুয়ারি) বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ), নেত্রকোণা এর আদেশ বাস্তবায়নের নিমিত্তে কেন্দুয়া উপজেলার ভগবতীপুর দলপারামপুর এলাকার মেসার্স ঢাকা ব্রিকস নামের অবৈধ ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। অভিযানে সহযোগিতা করেন নেত্রকোণা জেলার পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। আদালতের আদেশ বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।