হুমায়ুন কবির, কেন্দুয়া
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি শ্রদ্ধায়, ভালোবাসায় প্রতিবছর স্মরণ করে জাতি। এ উপলক্ষে সারাদেশেে ন্যায় নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসাল ভুঁইয়া প্রমুখ।
পরে উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়নের আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।