Sunday, December 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা র‌্যালী পুরষ্কার বিতরণ ও পোনামাছ...

কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা র‌্যালী পুরষ্কার বিতরণ ও পোনামাছ অবমুক্ত

হুমায়ুন কবির, কেন্দুয়া:
‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ র‌্যালী ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া প্রমূখ।

শেষে উপজেলায় সর্বোকৃষ্ঠ শিং মাছ চাষী সাদির উদ্দিন, হারেছ মিয়া, পোনা মাছ চাষী আনিছুজ্জামান, মাগুর মাছ চাষী শহীদুজ্জামান মিন্টু, গুলশা মাছ চাষী আবু তালেব,তেলাপিয়া মাছ চাষী রুবেল মিয়া এবং কই মাছ চাষী মানিক মিয়াসহ মোট ৭ জনকে সম্মাননা পুরষ্কার দেওয়া হয়। পরে র‌্যালী শেষে উপজেলা পরিষদের পিছনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এসময় কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, মো.শহীদুল হক ফকির বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, ইউপি চেয়ারম্যান এনামুল কবীর খান,মো.জাকির আলম ভূঞা কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন,কেন্দুয়া মৎস্য চাষীগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments